আলাপ, বন্ধুত্ব গড়িয়ে গভীর প্রেম রূপাঞ্জনা-রাহুলের, সেই প্রেম এবার আরও এক ধাপ এগোল। চার হাত এক হল রূপাঞ্জনা মিত্র, রাহুল মুখোপাধ্যায়ের। সিঁদুর রাঙা বেনারসিতে সাজলেন কনে। বিয়ের ফ্রেমে আলাদা মাত্রা যোগ করল ছোট্ট রিয়ান। মায়ের বিয়েতে মধ্যমণি সে-ই।
সব ধর্মীয় নিয়ম নীতি মেনে বিয়ে করছেন, আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। কনের সাজে রূপাঞ্জনাকে মানিয়েছিল দারুণ। সোনালি জরির কাজ করা লাল বেনারসির সঙ্গে কনের পরনে ছিল গাঢ় সবুজ ব্লাউজ।
নিউটাউনের এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের বাসর।