সাম্প্রতিক অতীতে বাংলা বিনোদন জগতকে গ্রাস করেছে এক ঘন অন্ধকার। একের পর এক উঠতি অভিনেত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় থম মেরে গেছে। সাফল্যের 'শর্টকাট' খুঁজতে গিয়ে অন্ধকার সমাজের শিকার অনেকেই। নবাগতা অভিনেত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন টেলিভিশনের চেনা মুখ রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) প্রসঙ্গ টেনে এনে এদিন ফেসবুকে একটি পোস্ট করেন রূপাঞ্জনা। যা রীতিমতো ভাইরাল। টলিউডে ‘সুগার ড্যাডি কালচার’ নিয়ে সরব হন অভিনেত্রী। কাজ পাওয়ার জন্য নানা 'পার্টি'র আয়োজন করতে হচ্ছে এইসব উঠতি অভিনেত্রীদের। এবং নিরাপত্তাহীনতায় ভোগা পরিচালক- প্রযোজকদের দেখা যাচ্ছে সে সব, পার্টিতে, লিখেছেন রূপাঞ্জনা।
অর্থাৎ খোলসা করে বললে দাঁড়ায়, অভিনেত্রী বলেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে যারা কাজ চান এবং যারা কাজ দেন, তাঁদের মধ্যে খাদ্য-খাদকের সম্পর্ক। সেই বিষাক্ত খাদ্য শৃঙ্খলের বাইরে থাকতে চান যারা, তাঁরা টিকে থাকবেন কীভাবে, উদ্বেগ প্রকাশ অভিনেত্রীর।