বহুবছর ধরেই দাপুটে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। এই মুহূর্তে 'অনুরাগের ছোঁয়া' তাঁর লাবন্য সেনগুপ্তের চরিত্র দর্শকদের প্রচুর ভালোবাসা কুড়িয়েছে। এই সপ্তাহে তাঁর ধারাবাহিক টিআরপি তালিকায় বেঙ্গল টপার হওয়ার খুশি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রূপাঞ্জনা। পাশাপাশি তিনি ফেসবুকে সমস্ত সিনে বোদ্ধাদের একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তিনি লিখছেন, 'নারীকেন্দ্রীক ছবি কবে তৈরি হবে টলিউডে?'
Irrfan Khan Birth Anniversary : ক্রিকেটার, এসি মেকানিক পরে অভিনেতা, আজ ইরফান খানের জন্মবার্ষিকী
তাঁর সহকর্মীরা রূপাঞ্জনার এই পোস্টের নীচে নিজেদের মতামত জানিয়েছেন৷ উত্তরে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, “২০২৩-এ একাধিক মহিলা কেন্দ্রিক ছবি মুক্তি পাবে। আশা করা যায়, সেইগুলি এই মুহূর্তে প্রোডাকশন কিংবা প্রি প্রোডাকশন পর্যায় আছে।” উঠতি অভিনেত্রী অলিভিয়া সরকারের উত্তর, 'আমিও জানতে চাই।' তবে কেউ কেউ নারীকেন্দ্রিক ছবির তালিকা কমেন্টে দিয়ে বুঝিয়ে দিয়েছেন বাংলায় এখনও নারী কেন্দ্রিক ছবি হয়৷