আর বিলম্ব নয়, এবার বিয়ের দিনক্ষণ জানিয়ে দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র । দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। আগামী ১৯ এপ্রিল ডি ডে, ঐদিনই সাত পাঁক ঘুরবেন অভিনেত্রী। পরিচালক-অভিনেতা রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে আছেন তিনি। রূপাঞ্জনা জানিয়েছেন একেবারে ঘরোয়াভাবেই বিয়ে করবেন, মেন্যুটা এখনও পুরোপুরি ঠিক করে উঠতে পারেননি। তবে হানিমুনে যে জঙ্গলে যাবেন তা আগেভাগেই ঠিক হয়ে আছে।
রেজাউল হকের সঙ্গে ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন রূপাঞ্জনা । ২০১৭ সালে আইনি বিচ্ছেদ হয় দুজনের। একা হাতেই ছেলেকে মানুষ করেছেন অভিনেত্রী । যখন ছেলের বয়স ছিল ৪, সেইসময় রাতুলের সঙ্গে সম্পর্কে জড়ান রূপাঞ্জনা । সিরিয়ালের ফ্লোরেই আলাপ দু'জনের । গত বছর ছেলে রিয়ানের সামনেই একে অপরকে আংটি পরিয়ে বাগদান সেরে রেখেছিলেন রাতুল-রূপাঞ্জনা ।