কেকে-এর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) । কেকে-কে (KK Passes Away) নিয়ে করা মন্তব্য় প্রসঙ্গেও মুখ খুললেন তিনি । জনপ্রিয় গায়কের মৃত্যুর ঠিক আগে তাঁর গান নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দেন রূপঙ্কর বাগচি । ফেসবুক লাইভে এসে তিনি জানান, কেকে-এর তুলনায় অনেক বেশি ভাল গান তাঁর মতো গায়করা । কেকে-র বিরুদ্ধে গায়কের এই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হন রূপঙ্কর (Rupankar express condolence over KK's death) ।
যাবতীয় বিতর্ক নিয়ে এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রূপঙ্কর । তিনি বলেন, “দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে । কেকে অত্যন্ত বড় মাপে শিল্পী ছিলেন । এটা ওঁর মৃত্যুর বয়স নয় । তাঁর পরিবারের প্রতি সমবেদনা ।" তাঁর মন্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে বলে দাবি করেন তিনি । তিনি জানান, তিনি কেকে-এর বিরুদ্ধে কিছু বলতে চাননি । মানুষ বুঝতে না পারলে দুঃখ লাগবে । বাংলা গান, বাংলা সাহিত্য, এই নিয়ে বলতে চেয়েছিলেন । " নিজেকে কেকে-এর ভক্ত বলে দাবি করেন তিনি । রূপঙ্কর বলেন, "চিনিই না ভদ্রলোককে । ওঁর উপর কেন রাগ থাকবে । আমি ওঁর ভক্ত । আমার বক্তব্য নিয়ে কেউ অন্য কিছু ভেবে থাকলে এটা তাঁদের ভুল ।"
আরও পড়ুন, Rupankar : মানসিকভাবে অসুস্থ দ্রুত সুস্থ হয়ে উঠুন, কেকে-কে নিয়ে রূপঙ্কের মন্তব্যে কটাক্ষ নেটিজেনদের
ফেসবুক লাইভে রূপঙ্কর যা বলেন, "কেকে দারুণ গায়ক । কিন্তু ওঁর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তাঁরা সবাই কেকে-র থেকে ভাল গাই ।" দর্শকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, "আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন ? কে এই কেকে? আমরা যেকোনও কেকে-র থেকে বেটার । '