কেকে বিতর্কের পর ফের একবার মঞ্চে ঊঠলেন শিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। সম্পূর্ণ পুলিশি প্রহরায় রবিবার সন্ধ্যায় তিনি পৌঁছান দক্ষিণ কলকাতার একটি অডিটোরিয়ামে। সেখানে হাতে গোনা কিছু শ্রোতার সামনেই পারফর্ম করেন রূপঙ্কর। দর্শকাসন থেকে কয়েকটি গানের অনুরোধও করা হয় তাঁকে। শ্রোতাদের পছন্দ অনুযায়ী গানও শোনান রূপঙ্কর(Rupankar Bagchi)। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানান সকলকে।
রবিবার সন্ধ্যায় ফের পুরনো ছন্দে ধরা দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। তাঁর 'ও চাঁদ' গানটির সঙ্গে নাচতে দেখা গেল অডিটোরিয়ামে কিছু শ্রোতাকে। প্রয়াত সংগীতশিল্পী কেকে-কে(KK-Rupankar Bagchi Controversy) নিয়ে তাঁর বিতর্কিত ভিডিয়ো ঘিরে এখনও তোলপাড় চলছে। সোশ্যাল মিডিয়া এখনও রূপঙ্করের বিরুদ্ধে 'ধিক্কার' হ্যাশট্যাগে ভর্তি। এমতাবস্থায় তাঁর প্রকাশ্য অনুষ্ঠান ঘিরে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। সেজন্য কড়া পুলিশি পাহারা(Police Protection) ছিল অডিটোরিয়াম চত্বরে।
আরও পড়ুন- Yash Dasgupta quits Chine Badam film: অপেশাদারিত্বের অভিযোগে ‘চিনে বাদাম’ ছবি ছাড়লেন যশ
রবিবারের সন্ধ্যায় রূপঙ্করকে গাইতে শোনা যায়, 'আমার মতে তোর মতন কেউ নেই।' একইসঙ্গে শ্রোতাদের অনুরোধে তিনি গেয়েছেন, 'ও চাঁদ' গানটিও। রূপঙ্কর স্টেজ(Stage performance of singer Rupankar Bagchi) থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ''আজকের এই অনুরোধটা আমার প্রয়োজন ছিল।''