কেকে-বিতর্কের (KK controversy) জেরে সাম্প্রতিক অতীতে অনেকটাই কোণঠাসা হয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। কখনও সিনেমা থেকে বাদ পড়েছে তাঁর গান, কখনও নানা সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রূপঙ্করের আচরণ তারা সমর্থন করেন না। তবে বিতর্কের আবহেই ভারত সরকারের হয়ে গান গাইলেন রূপঙ্কর।
কেন্দ্রীয় সরকারের হয়ে ‘দেশ সেবা কি কসম’ শীর্ষক একটি নতুন দেশাত্মবোধক গান রেকর্ড করলেন রূপঙ্কর। অর্থমন্ত্রকের তরফে আয়োজিত গানের ভিডিওতে রূপঙ্করের পাশাপাশি দেখা গেল সোনু নিগম, সৌম্যজিৎ-সহ একাধিক শিল্পীদের। সেই মিউজিক ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রূপঙ্কর। বাংলা ছাড়াও হিন্দি, পাঞ্জাবি, অসমিয়া, ওড়িয়া, তামিল, তেলুগুর মতো একাধিক ভাষায় এই গান রেকর্ড হয়েছে।
Dev-Rukmini: পালকি তে চড়ে রুক্মিণী, সঙ্গে আছেন দেবও, মিয়াঁ-বিবির নতুন ছবি কি তবে বিয়ের ইঙ্গিত?
কেকে বিতর্কের পর সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন রূপঙ্কর,- কিন্তু বিতর্ক পিছু ছাড়ছিল না তাঁর। নানা কলেজ ফেস্টে তাঁর শো বাতিল হওয়ার মতো ঘটনাও সামনে আসছিল একের পর এক।