দুই বোনের গানের জাদুতে বুঁদ গোটা দেশ। তাঁদের গলায় ফোক, বাংলা গান , বলিউড সবই শুনতে লাগে মধুর। কথা হচ্ছে নন্দী সিস্টার্সদের নিয়ে। অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দীর সাম্প্রতিক ‘গুন গুনা লে’র এপিসোডে তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) । অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি গান করেছিলেন দুই বোন, সে গান ভাইরালও হয়েছিল। তারপর থেকেই একেক এপিসোডে একেক রকম চমক আনছেন তাঁরা। এবার তেরে হাওয়ালের সঙ্গে ভুলে যেও গানের ক্রসওভার গেয়েছেন তাঁরা। ঋত বাজিয়েছেন গিটার দুই বোন ইউকেলেলে।
Bengali Cinema Distribution: বাংলা ছবি পৌঁছবে জাতীয়স্তরে, পরিবেশনায় নতুন উদ্যোগ
আগামী পর্বে থাকবেন পাওলি দাম এমনটাই জানিয়েছেন তারা। যাঁরা গান গাইতে জানেন অথচ সেই প্রতিভার কথা মানুষের অজানা, তাঁদের নিয়েই এই শো শুরু করেছে নন্দী সিস্টার্স।