সিনেমায় বিয়ে হয়েছে বহুবার। কিন্তু রিয়েল লাইফে বিয়েটা আর করা হয়ে ওঠেনি বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের । আর সেই নিয়েই এবার দাদাগিরি-র মঞ্চে রসিকতা করতে দেখা গেল খোদ অভিনেত্রীকে । তাঁর কথা শুনে রীতিমতো হেসে গড়িয়ে পড়লেন সৌরভ, দেব থেকে সোহম, পরাণ বন্দ্যোপাধ্যায়রা ।
দাদাগিরিতে আসবে টিম 'প্রধান' । দাদার মঞ্চে দেখা যাবে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সোহমদের । সম্প্রতি, তার প্রোমো প্রকাশ্যে এনেছে জি বাংলা । সেখানেই দেখা গেল, রসিকতায় মেতেছেন সাবিত্রী । তাঁকে বলতে শোনা গেল, যাকেই তাঁর ভাল লেগেছে, পরে জানা গিয়েছে সে নাকি বিবাহিত । এখানেই শেষ নয়, সাবিত্রী জানালেন পরাণ বন্দ্যোপাধ্যায়েরও নাকি সম্বন্ধ এসেছিল তাঁর কাছে । কিন্তু, একটাই আক্ষেপ তাঁর, অনেক চেষ্টা করেও বিয়েটা আর হল না । আর এ কথা শুনেই হেসে গড়িয়ে পড়লেন দেব, সৌরভরা ।
টিম প্রধান দাদাগিরির মঞ্চে খেলতে আসছে শনিবার । সিনেমাটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে । সিনেমায় দেব ছাড়াও অভিনয় করছেন সোহম চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়রা ।