অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) অকাল মৃত্যুর পর নিজেকে সামাজিক মাধ্যম (Social Media) থেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন তাঁর বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। কাজ থেকেও বিরতি নিয়েছেন। মাঝে কেটে গিয়েছে এক মাস। প্রিয়জন হারানোর শোক সামলানোর চেষ্টা করছেন অভিনেতা সব্যসাচী। এরই মধ্যে টেলিপাড়ায় জোর গুঞ্জন। স্টার জলসার (Star Jalsha) আসন্ন ভক্তিমূলক ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে সব্যসাচীকে।
'মহাপীঠ তারাপীঠ'-এর ব্যাপক সাফল্যের পর সুরিন্দর ফিল্মস কর্তৃপক্ষ জলসার পর্দায় নিয়ে আসতে চলেছে আরও এক ভক্তিমূলক ধারাবাহিক। নাম 'সাধক রামপ্রসাদ'। এই ধারাবাহিকের জন্য প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের প্রথম পছন্দ অভিনেতা সব্যসাচী। তবে, এখনই অভিনেতা কাজে ফিরতে চান কি না জানা যায়নি। সূত্রের খবর, এই প্রস্তাব সম্পর্কে এখনও কোনও জবাব দেননি সব্যসাচী।
আরও পড়ুন- বিবৃতির সঙ্গে প্রেম? মুখ খুললেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়
এর আগে বহুবার পৌরাণিক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সব্যসাচীকে। 'ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ' ধারাবাহিকে যুধিষ্ঠিরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। 'ওম নমঃ শিবায়' সিরিয়ালে ভগবান বিষ্ণুর চরিত্রেও অভিনয় করেছেন সব্যসাচী।
'বামাক্ষ্যাপা'র পর সব্যসাচীকে এই ধরণের ঐতিহাসনির্ভর চরিত্রে দেখতে ভীষণরকমভাবে আগ্রহী দর্শক। কিন্তু প্রিয়জন হারানোর দগদগে ক্ষত সামলে এখনই সব্যসাচী শুটিং সেটে ফিরবেন কি না তা বলবে সময়।