অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মৃত্যুর আজ এক মাস পূর্ণ হল । বাড়ির ছোট মেয়েকে হারানোর যন্ত্রণা আজও কুড়ে কুড়ে খাচ্ছে ঐন্দ্রিলার মা-বাবা-দিদিকে । প্রায়ই ফেসবুকে ঐন্দ্রিলার স্মৃতিচারণায় ডুবে তাঁর দিদি । মনের দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন মা । কিন্তু, সব্যসাচী (Sabyasachi Chowdhury) তাঁর মনের মানুষকে হারিয়ে একেবারেই চুপচাপ হয়ে গিয়েছেন । সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে গুটিয়ে নেন । একবারও সামনে আসেননি । অভিনেত্রীর মৃত্যুর একমাসের মাথায় অবশেষে কথা বললেন তিনি ।
প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা এখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি । আর ওঠা সম্ভবও নয় । সম্প্রতি, এক সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । কেমন আছেন সব্যসাচী ? আনন্দবাজারকে শান্ত গলায় সব্যসাচী জানিয়েছেন, তিনি এখন কিছুটা ঠিক আছেন । তবে কথার মধ্যে দৃঢ়তা নেই । এর চেয়ে বেশি কিছুই বলতে তিনি রাজি হননি । এই বিষয়ে তিনি কোনও কথা বলতে চান না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Sandip Ray : বড় পর্দার মতো ওটিটিতে ফেলুদার প্রভাব থাকা অসম্ভব, জানালেন সন্দীপ রায়
আগামী বছরই বিয়ে হওয়ার কথা ছিল সব্যসাচী-ঐন্দ্রিলার । ঐন্দ্রিলার বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চেই সব্য ঐন্দ্রিলার বিয়ের কথা ছিল । সেই মতোই প্রস্তুতিও শুরু হয়েছিল দুই পরিবারে । কিন্তু চার হাত এক হওয়ার বদলে, মাঝ রাস্তায় সব্যসাচীর হাত ছেড়ে চিরতরে বিদায় নিলেন ঐন্দ্রিলা। কথা ছিল খুব শিগগিরই পাকা কথা বলে, শুভ কাজ সেরে ফেলবেন সব্যসাচী ঐন্দ্রিলা । আসলে কথা তো অনেক কিছুই থাকে, কিন্তু কথা রাখা বোধহয় সবসময় মানুষের হাতে থাকে না ।