ফের ফেসবুক পোস্ট ঐন্দ্রিলা শর্মার বন্ধু সব্যসাচী চৌধুরীর। তিনি লেখেন, ‘‘আর একটু থাকতে দাও ওকে... এ সব লেখার অনেক সময় পাবে।’’ বুধবার রাত ২টো নাগাদ এই পোস্টটি করেন সব্যসাচী। উল্লেখ্য, সোমবারও নেট মাধ্যমে ঐন্দ্রিলার জন্য 'মিরাকেল'-এর প্রার্থনা জানিয়েছিলেন সব্যসাচী।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। বর্তমানে তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। ‘সিপিআর’ দিয়ে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। মঙ্গবারই হাসপাতালের তরফে জানানো হয়, অভিনেত্রীর স্ক্যান রিপোর্ট নতুন করে উদ্বেগ বাড়াচ্ছ। ঐন্দ্রিলার মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল,তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। তবে তা আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাবে না। ফলে ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি, বুধবারও তাঁর জ্বর কমেনি বলেই খবর হাসপাতাল সূত্রে।
আরও পড়ুন- Aindrila Sharma update: সকালে হার্ট অ্যাটাক, বিকেলে ভেন্টিলেশন, সঙ্কটজনক ঐন্দ্রিলা সামান্য স্থিতিশীল
২০১৫ সাল থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বোনম্যারো ক্যান্সার তখন বাসা বেঁধেছিল অভিনেত্রীর শরীরে, ডাক্তাররা জবাবও দিয়েছিলেন যে ৬ মাসের বেশি বাঁচানো সম্ভব না । অথচ তারপরেও ফিনিক্সের মতো মৃত্যুকে হারিয়ে ফিরেছিলেন তিনি । ২০২১ সালে ফুসফুসে টিউমার ধরা পড়ে তাঁর । ফিরে এসেছিল ক্যান্সারও । ফের শুরু হয় তাঁর বেঁচে থাকার লড়াই। যা চলছে এখনও। আর রয়েছে অগণিত মানুষের প্রার্থনা।