টেলি অভিনেত্রী পল্লবী দের মৃত্যুকাণ্ডে (Pallavi Dey death) গ্রেফতার করা হয়েছিল তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে (Sagnik Chakraborty)। তার বিরুদ্ধে অভিনেত্রীকে খুন, আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন পল্লবীর পরিবার। বৃহস্পতিবার সাগ্নিকের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। সাগ্নিককে ৩০ মে পর্যন্ত পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছে আদালত।
এদিন অভিযুক্ত সাগ্নিক চক্রবর্তীর আইনজীবী আদালতে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পল্লবী আত্মহত্যা করেছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন সেই সময়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে দেখা যায় অভিনেতা আত্মহত্যা করেছেন। তাই গ্রেফতার হওয়ার পরও জামিন পেয়ে যান অনেকে।
পল্লবীর মৃত্যু রহস্যে নয়া চরিত্র স্টিভ ভাবাচ্ছে গোয়েন্দাদের
অন্যদিকে, পল্লবী দে মৃত্যুকাণ্ডে সরকারি আইনজীবীর এদিন আদালতে জানান যে, পল্লবী এবং সাগ্নিকের মধ্যে কোটি টাকার লেনদেন হয়েছে। তাঁদের ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। সাগ্নিকের জামিন খারিজের আবেদন জানান অভিনেত্রীর পরিবারের আইনজীবী। পরিবারের অভিযোগ, পল্লবী যে টাকা রোজগার করতেন, তা হাতিয়ে নিয়েছে সাগ্নিক। আইনজীবীদের সমস্ত সওয়াল জবাব শোনার পর আদালত সাগ্নিক চক্রবর্তীকে আগামী ৩০ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।