যখন তখন শিল্পীদের ব্যক্তিগত জীবনে উকি ঝুকি মারার ঘটনা আকছার ঘটছে। তবে তা মাত্রাছাড়া ঘটলে অনেক সময় মুখ খুলতে বাধ্য হন তারকারা। সম্প্রতি সেরকম টাই হল সংগীতশিল্পী সাহানা বাজপেয়ীর। তাঁর শ্রোতা, অনুরাগী-বন্ধু-চেনা-অচেনা সবার উদ্দেশেই ফেসবুকে পোস্ট করলেন সাহানা। পোস্ট পড়ে বোঝাই যায় মানুষের অহেতুক কৌতূহল- পুরনো কাসুন্দি ঘাঁটার অভ্যেস রীতিমতো বিরক করে তুলেছে শিল্পীকে।
সাহানা ফেসবুকে লিখেছেন, "মানুষের অতীত, ব্যক্তিগত জীবন টেনে এনে মনগড়া কথা আলোচনা করার আগে আমাদের মাথায় রাখা দরকার, এর অর্থ মানুষকে অসম্মান এবং বিরক্ত করা।
দীর্ঘ দিন ধরেই, বলা ভাল, ১৫ বছর ধরে অনলাইনে আমায় অনেকেই বিরক্ত করে আসছেন, তাঁদের অনেককেই আমি চিনি না, তাদের কারোর কোনও ক্ষতি আমি করিনি, নিজেকে উজার করে তাঁদের জন্য শুধু গান গেয়েছি আমি। সবার কাছে আমার অনুরোধ, আর এরকম করবেন না। আমার একটি পরিবার আছে, ১০ বছরের একটি মেয়ের মা আমি। একজনের জীবনে কী হয়, সেটা কখনও আরেকজন মানুষ বুঝতে পারেন না। দয়া করে আমরা পরস্পরের প্রতি একটু সম্মান দেখাই। বহু বছর আগের ফেলে আসা একটা অতীত কে শান্তির, সম্প্রীতির ঘুম ঘুমোতে দিই? আমি যদি পারি, আপনারাও পারবেন। সকলকে আমার ভালবাসা"।
সাহানার প্রাক্তন বিবাহিত জীবন নিয়ে এখনও নানা মন্তব্য আসে নানা মহল থেকে। উঠে আসে প্রাক্তন স্বামীর নামও। সেসব পেরিয়ে শিল্পী নতুন জীবন শুরু করেছিলেন অনেক আগেই। দেড় দশক পরেও সেই অতীত টেনে আনাতেই বিরক্ত সাহানা।