রবীন্দ্রসঙ্গীত নিয়ে ব্রিটেনের প্রথম ডক্টরাল থিসিস জমা দিলেন শিল্পী সাহানা বাজপেয়ী। নিজের সাঙ্গীতিক চর্চা এবং পারফরম্যান্স বজায় রেখে, স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি অফ লন্ডনে বাংলা পড়ানোর দায়িত্ব সামলে গবেষণার কাজ শেষ করা খুব সহজ কথা নয়৷ সেটাই করে দেখালেন সাহানা৷
লন্ডনের কিংস কলেজে এথনোমিউজিকোলোজি-তে পিএইচডি করছিলেন তিনি। বিগত চার বছরের নিবিড় গবেষণার বিষয় ছিল- রবীন্দ্রসংগীত : দ্য পলিটিক্স অফ পারফরম্যান্স।
সোস্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর শেয়ার করেছেন সাহানা৷ তিনি লিখেছেন, গত ৪ বছরে তিনি বিবিধ টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছে। হারিয়েছেন মাকে। থিসিস জমা দেওয়ার পর সাহানা স্মরণ করেছেন শেষ সময়ে মায়ের বলা কথাটি, 'শেষ করতে পারবি তো, হটি?'
সাহানা পেরেছেন৷ গবেষণা উৎসর্গ করেছেন তাঁর বাবা ও মাকে৷ শিল্পীর কথায়, 'আমার প্রিয় বাবা-মায়ের স্মৃতিতে, যাঁরা আমাকে রবীন্দ্রসংগীতের অন্তর্জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁদের অনুপস্থিতিতেও, আমি তাঁদের ভালোবাসা ও চির সমর্থনের উষ্ণতা অনুভব করি।'