এখন তো সোশ্যাল মিডিয়াই ভক্তদের সঙ্গে তারকাদের যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। তাহলে সইফ আলি খান কেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে? কপিল শর্মা শো-তে জানা গেল আসল কারণ।
কপিলের শোয়ে বিক্রম ভেদা-র প্রচারে এসেছিলেন, সইফ এবং রাধিকা আপ্তে, সেখানেই কপিল প্রশ্ন করেন নবাবকে, কেন তিনি সোশ্যাল মিডিয়ায় নেই। সইফ জানালেন তিনি হাফ ছেড়ে বেঁচেছেন, তাঁকে ইন্সটাগ্রামের ছবি দেখে অকারণে অন্যদের প্রশংসা করতে হয়না।
Work From Pub : এবার থেকে পাবে বসেই অফিসের কাজ করুন, ব্রিটেন দিচ্ছে 'ওয়ার্ক ফ্রম পাব'-এর সুবিধা
সইফ আরও জানালেন, তাঁর সোশ্যাল মিডিয়ায় আইডি পাসওয়ার্ড মনেও থাকে না। এসব শুনে কপিল বলেন, তাঁর নিজের অ্যাকাউন্ট না থাকলেও তাঁর নামে একাধিক ফেক অ্যাকাউন্ট রয়েছে। শেষে অবশ্য কপিল এও বলেন, এক দিক থেকে ভালোই, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় নানা চাপ কম থাকে।