বক্সঅফিসে এই বছরে হ্যাট্রিকের দৌড়ে ছিলেন শাহরুখ খান। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত বাদশা অভিনীত ছবি ‘ডাঙ্কি’ (Dunki), কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরেও দর্শকদের দাবি, ঠিক যেন জমল না ডাঙ্কি। তার ছাপ বক্সঅফিসেও স্পষ্ট। Sacnilk.com এর মতে,ছবিটির প্রথম দিনের আয় ৩০ কোটি, দ্বিতীয় দিনে আয় নেমে এসেছে ২০ কোটিতে। ছবিটির মোট আয় এখন পর্যন্ত ৪৯.২০ কোটি।
অন্যদিকে, কেজিএফের পরিচালকের সাম্প্রতিক ছবি মুক্তি পেয়েছে শুক্রবার। প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু এবং শ্রুতি হাসান-এর ‘সালার’ টেক্কা দিচ্ছে ডাঙ্কির সঙ্গে। ৫ ভাষায় মুক্তি প্রাপ্ত এই ছবি প্রথম দিনেই বিশ্বব্যপি আয় করেছে ১৭৫ কোটি টাকা।