ইদে বলিউড রিলিজ মানেই সলমন খান । কিন্তু, এবার ইদে ভাইজানের কোনও ছবি মুক্তি পায়নি । তবে, ভক্তদের নিরাশ করলেন না সলমন খান । ইদের সকালে দিলেন দারুণ সুখবর । নতুন ছবির ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায় । ২০২৫ সালের ইদে সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমা 'সিকান্দার'-এ দেখা যাবে ভাইজানকে । ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সুখবর দিলেন সলমন ।
গজনি-র মতো সুপারহিট ছবির পরিচালক এ আর মুরুগাদোস সিকান্দার ছবির পরিচালনা করছেন । সিনেমার নাম ঘোষণা করে সলমন লেখেন, 'এই ইদে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' এবং 'ময়দান' দেখুন এবং পরের ইদে এসে সিকান্দর দেখবেন।' সবাইকে ইদের শুভেচ্ছাও জানিয়েছেন সলমন । অর্থাৎ ২০২৫-এর ইদে 'সিকান্দার' হিসেবে দেখা যাবে সলমনকে ।
সম্প্রতি, টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে এ আর মুরুগাদোস ছবি প্রসঙ্গে বলেন,'হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্সের পাশাপাশি,সিনেমাটি ইমোশনে ভরপুর এবং একটি শক্তিশালী সামাজিক বার্তাও দেবে । প্যান-ইন্ডিয়ার ছবি হবে । দর্শকরা এই ছবিতে নতুন সলমনকে দেখতে পাবেন দর্শকরা ।' তিনি আরও জানান ,সলমন এবং আমি পাঁচ বছর আগে এই প্রোজেক্ট নিয়ে আলোচনা করেছিলেন । কিন্তু, নানা কারণে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ।