কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছিলেন নিখাত জ়ারিন। প্রথমবার কমনওয়েলথে এসেই বক্সিং-এ সোনা ঘরে তুলেছিলেন তিনি৷ এবার সেই মেয়েই ক্যামেরায় ধরা দিল সম্পূর্ণ অন্য রূপে। এবার বক্সিং নয় বরং ভাইজান সলমন খানের সঙ্গে তাঁরই বিখ্যাত গানে কোমর দুলিয়েছেন নিখাত। 'নায়িকার' মতোই গানের সঙ্গে মিলিয়েছেন ঠোঁট।
এই মিষ্টি ভিডিও টুইটারে শেয়ার করে বেজায় উচ্ছ্বসিত নিখাত। তিনি লিখেছেন 'শেষমেশ অপেক্ষার অবসান হল'। সল্লু ভাইয়ের ছবি ‘লাভ’-এর বিখ্যাত গান ‘সাথিয়া তুনে কিয়া কিয়া’এর সঙ্গেই মঞ্চ মাতিয়েছেন সলমন এবং নিখাত। ভিডিয়ো শেয়ার করে তিনি আরও লিখেছেন এবার তার স্বপ্ন পূরণ হল।
কমনওয়েলেথে সোনা জেতার পর টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন সলমন। ভাইজান লিখেছিলেন, "সোনা জেতার জন্য তোমাকে শুভেচ্ছা"৷ তার উত্তরে জানিয়েছিলেন সলমনের বিরাট ভক্ত তিনি। তাই পছন্দের অভিনেতার কাছ থেকে এই শুভেচ্ছা পাওয়ায় তার জয় আরও আনন্দময় হয়ে উঠেছে৷ বলাই বাহুল্য এবার সাফল্যের চূড়াতে পৌঁছে সেই পছন্দের অভিনেতার সঙ্গে নাচের সুযোগ পেয়ে যারপরনাই আনন্দিত নিখাত জ়ারিন।