হলে রমরমিয়ে চলছে ভাইজানের বহু প্রতীক্ষিত ছবি, ‘টাইগার থ্রি’ । ছবিতে ভাইজান সালমান খান, কিং খান আর ইমরান হাসমির দুর্দান্ত অভিনয় মন কেড়েছে দর্শকদের। তবে বলিউডের এলিজেবল ব্যাচেলার নাকি শ্যুটিং না থাকলে বাড়ি থেকে বিশেষ বের হন না।
Migrant Tiger: এলাকা দখলের লড়াই নাকি সঙ্গিনীর খোঁজ? ৪ রাজ্য ঘুরে, ২০০০ কিমি পাড়ি দিল পরিযায়ী বাঘ
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাইজান স্বয়ং জানিয়েছেন , ২৫-২৬ বছর তিনি বাড়ি থেকে বের হননি , ডিনারেও যাননি। শ্যুটিং না থাকলে নাকি ভাইজানের গন্তব্য বাড়ি , হোটেল, বিমানবন্দর বা জিম। কেনাকাটা শপিং করতেও যান না তিনি। বেশি সময়টা কর্মীদের সঙ্গেই নাকি কাটান ভাইজান। গত কয়েকবছরে হয়ত একটি রেস্তোরাঁয় কফি খেতে গিয়েছেন তিনি, তাও মায়ের সঙ্গে। এদিকে, সুপারস্টার তকমাও গায়ে লাগাতে নারাজ ভাইজান।