২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে । আজই সিনেমা উৎসবের সূচনা । এদিন উদ্বোধন উপলক্ষে বসবে চাঁদের হাট । তবে, এবার চলচ্চিত্র উৎসবে সবথেকে বড় চমক বলিউডের ভাইজান । ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন তিনি । মঙ্গলবার সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যামেরাবন্দী হলেন সলমন খান । তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছিলেন বাবুল সুপ্রিয় ।
এদিন বিমানবন্দরে সলমনকে দেখা গেল জিন্স ও ব্ল্যাক টি-শার্টে । ভাইজানকে দেখতে বিমানবন্দরে ভিড় করেছিলেন অনুরাগীরা । সল্লু যখন বিমানবন্দর থেকে বাইরে এলেন, তখন চারপাশ থেকে শুধু 'ভাইজান ভাইজান' চিৎকার । সকলের উদ্দেশে হাত নাড়লেন তিনি । এরপর বাবুলের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান তিনি ।
এদিন, সলমন ছাড়াও উদ্বোধনে থাকবেন বলিউডের একঝাঁক স্টার ৷ থাকবেন কমল হাসন, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহার মতো তারকারা । আর টলিউড তারকারা তো থাকবেনই । জানা গিয়েছে, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা গানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং 'দীক্ষামঞ্জরী'র ছাত্রছাত্রীরা । রাজ্যের ব্রান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়ও থাকবেন অনুষ্ঠানে ।