তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার। তাঁর স্টাইল স্টেটমেন্ট থেকে হাঁটাচলা, লুক থেকে ডায়লগ সবই চর্চিত। ট্রেন্ডে গা ভাসান না, বরং ট্রেন্ডের শুরু করেন সলমন খান। জামা কাপড় নিয়ে তাঁর খুব বেশি শখ নেই, বরং সাদামাটা আরামদায়ক পোশাকেই তিনি বেশি স্বচ্ছন্দ।
তবে ঘড়ির নিয়ে ভাইজানের বিশেষ নেশা রয়েছে। নামী-দামি নানা ব্র্যান্ডেরই ঘড়ি রয়েছে তাঁর সংগ্রহে। সম্প্রতি, একটি ক্লিপ ভাইরাল হয়েছে সলমনের। আন্তর্জাতিক সংস্থা ‘জেকব অ্যান্ড কোং’-এর বিশেষ হাতঘড়িতে পোজ দিলেন তিনি। হীরেতে মোড়া এই ঘড়ির বিশেষত্ব কী জানেন?
৭১৪টি হিরকখণ্ড দিয়ে সাজানো এই ঘড়ি। ঘড়ির ভিতরে নিখুঁত করে বসানো রয়েছে ৫০৪ টি সাদা পান্না ও হীরা কুচি। ঘড়ির ভিতরের রিংটিতে বসানো রয়েছে ১৫২ টি সাদা পান্না। মুভমেন্ট ব্রিজগুলি ৫৭ টি ব্যাগুয়েট-কাট হীরে দিয়ে সজ্জিত।
জানা গিয়েছে, এই ‘বিলিওনেয়ার ৩’ নামের এই ঘড়িটির মূল্য ৪১.৫ কোটি টাকা। জে জেড, ম্যাডোনা, রিহানা , এলটন জনের মতো সেলিব্রিটিদের জন্য কাস্টম, বিলাসবহুল গহনা তৈরির জন্য বিখ্যাত জ্যাকব আরাবো।
বিশ্বের বিভিন্ন বিখ্যাত সংস্থার হাতঘড়ির সংগ্রহ রয়েছে ভাইজানের। তিনি হাতে কী পরে আছেন, তার দিকে নজর থাকে ভক্তদের। ‘জেকব অ্যান্ড কোং’ এর এই নতুন সংযোজন নিঃসন্দেহে সলমনের সংগ্রহের অন্যতম দামি ঘড়ি।