সিনেমার মঞ্চে কালীঘাটের স্মৃতিচারণ করলেন সলমন খান । কয়েক মাস আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন ভাইজান । দিদির বাড়ি দেখে কী উপলব্ধি হয়েছিল সলমনের, সেটাই উদ্বোধনের মঞ্চে ব্যক্ত করলেন ভাইজান । তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর মতো পদে থেকে যে এত ছোট বাড়িতে কেউ থাকতে পারেন, তা ভাবতেই পারেন না সলমন ।
এদিন, সলমনের বক্তৃতার শুরুতেই চিৎকারে ফেটে পড়ে নেতাজী ইন্দোর স্টেডিয়াম ।- সলমনের গলায় শোনা যায় বাংলাও । তিনি জানান, KIFF-এর মতো এত বড় চলচ্চিত্র উৎসব তিনি দেখেননি । এরপরেই আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রসঙ্গ ।
সলমন জানালেন দিদি-র কালীঘাটের বাড়ি দেখে সত্যিই অবাক হয়েছেন অভিনেতা । ভাইজান জানান, তিনি ভেবেছিলেন, তাঁর বাড়িই ছোট । কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতো, তাঁর থেকেও ছোট । মুখ্যমন্ত্রীর পদে থেকে কীভাবে তাঁর থেকেও এত ছোট ঘরে থাকতে পারছেন দিদি, তা সত্যিই কল্পনা করতে পারছেন না ভাইজান । সলমন বলেন, 'দিদি আমার হিংসা হচ্ছে আমার ঘরের চেয়েও আপনার ঘর ছোট। আমি এখন আর ছোট ঘর চাই না।'
শেষে সলমন বলেন, এটা থেকেই প্রমাণ হচ্ছে, মানুষ কতটা সাধারণভাবে থাকতে পারেন । বেশি কিছুর প্রয়োজন হয় না । প্রশংসা শুনে মুখ্যমন্ত্রীর মুখে লেগেছিল লাজুক একটা হাসি ।