বলিউডের 'মোস্ট এলিজেবল ব্যাচেলর' সলমন খান (Salman Khan), ৫৭ তম বসন্ত পার করে ফেললেন তিনি একাই। বহুবার প্রেমে পড়েছেন, কিন্তু কোনও সম্পর্কই সংসারের চৌকাঠ পেরোয়নি৷ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর 'ভাইজান' এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়া। সলমন আগেই জানিয়েছেন, তিনি বাবা হতে চান, কিন্তু কোনও মহিলাকে জীবনসঙ্গী হিসেবে চান না।
অর্থাৎ বাচ্চারা ভাইজানের খুব প্রিয়। বোন অর্পিতা খানের দুই ছেলেমেয়ে আহিল এবং আয়াত সলমনের 'জিগার কা টুকরা'। কোনও ছবিতে শিশু শিল্পীরাও সল্লু আঙ্কেল বলতে পাগল। যেমন কথা তেমন কাজ, বাবা হতে চান সলমন, কিন্তু বিয়ে নয়। একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছেন ভাইজান, যেখানে তার শিশুর অভাব নেই।