ছবির প্রমোশানে প্রায়শই বলি তারকাদের কলকাতায় আসতে দেখা যায়। কিন্তু গত ১৩ বছরে একটি বারের জন্যও কলকাতায় আসেননি সলমন খান। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতায় আসতে চলেছেন 'ভাইজান'। এই খবরে সিলমোহর দিয়েছেন খোদ সলমন।
আগামী বছর শীতের তিলোত্তমায় আসবেন সলমন। ইভেন্টের নাম- 'দাবাং: দ্য ট্যুর রিলোডেড'। আগামী ২০ জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু এখানেই চমকের শেষ নয়। তাঁর সঙ্গে আসছেন তাঁর বি-টাউনের বেশ কয়েকজন সঙ্গী। তাঁরা হলেন, সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, জ্যাকলিন ফার্নান্ডেজ, গুরু রানধাওয়া, সুনীল গ্রোভার, মনীশ পল, পূজা হেগড়ে।
এই অনুষ্ঠানটির উদ্যোক্তা 'হোয়াটস ইন দ্য় নেম'। ইতিমধ্যেই এই উদ্যোক্তাদের আয়োজিত অনুষ্ঠানে ইকোপার্কে আসছেন অরিজিৎ সিং। যে অনুষ্ঠানের সর্বোচ্চ টিকিটমূল্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শহরে। ইতিমধ্যে ইন্টারনেটে মিলছে ভাইজানের শোয়ের টিকিট। টিকিট শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। টিকিটের সর্বোচ্চ মূল্য ৪ থেকে ৫ লক্ষ টাকা । এই টিকিটে স্টেজের সামনে থেকে শো দেখার সুযোগ মিলবে।