এ একেবারে অ্যানটি ক্লাইম্যাক্স! বলিউড ইন্ডাস্ট্রির ভাইজান তিনি! তা বলে সলমন অনুরাগীরা তাঁকে 'ভাই' ভাবতে পারেন? বরং 'জান' ভাবতেই বেশি আগ্রহী মহিলা অনুরাগীরা। চোখ ধাঁধানো এক ছবি ভাইজান ভক্তদের উপহার দিলেন। সাদা কালোয় সিক্স প্যাক অ্যাব-এর প্রত্যেকটি খাঁজ যেন শিল্পীর সৃষ্টি। এমন সাড়া জাগানো ছবি পোস্ট করে সল্লু মিয়াঁ নাকি ভাই দুজের শুভেচ্ছা জানিয়েছেন!
ভক্তরা যদিও দমেননি। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের ছবি পোস্ট হতেই ঝড়ের বেগে লাইক, শেয়ার কমেন্টের বন্যা। ডেঙ্গু থেকে সদ্য সেরে উঠেছেন ভাইজান। তারপর এটাই প্রথম পোস্ট অভিনেতার।
Vicky-Katrina: এত্ত ভীতু ভিকি কৌশল? ক্যাটরিনা ভূতের ভয় দেখাতেই উড়ল ঘুম!
আরোগ্য লাভের পর শ্যালক আয়ুষ শর্মার জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছে সলমনকে। খানভাইয়েদের ছাড়াও শেহনাজ গিল, সোনাক্ষী সিনহাদের দেখা গিয়েছে সেই পার্টিতে।