ভাইজানের ৫৮ বছরের জন্মদিন। গ্র্যান্ড পার্টি না হয়ে যায়? মঙ্গলবার রাতে খান পরিবারের তরফে ছিল পার্টি নাইট। মামা-ভাগ্নির জন্মদিন আবার একসঙ্গেই। তাই অর্পিতা খানের মেয়ে আয়াত, এবং ভাইজান একসঙ্গে কাটলেন বার্থডে কেক।
বার্থডে ইভের পার্টিতে ছিলেন সলমনের ভাই আরবাজ খান, আরহান খান, ববি দেওল সহ আরও অনেকে। পানভেলে সলমনের ফার্ম হাউজেই ছিল জন্মদিনের উদযাপন।
এদিকে, সলমনের মুম্বইয়ের বাড়ির সামনে মঙ্গল রাত থেকেই ছিল সল্লুভক্তদের ভিড়, বলিউডের দাবাং-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গ্যালাক্সির বাইরে গানও গেয়েছেন অনুরাগীরা।