ছোট পর্দায় বেশ কয়েক বছর দেখা যায়নি সম্পূৰ্ণা লাহিড়ীকে। তিন বছর পর কামব্যাক হচ্ছে ধূসর চরিত্র দিয়ে, খবর তেমনই।
নতুন ধারাবাহিকে নীল ভট্টাচার্যের বোনের ভূমিকায় দেখা যাবে সম্পূৰ্ণাকে। বহুদিন পর কামব্যাক, নীলের সঙ্গে পর্দায় ভাই বোনের রসায়ন কেমন জমবে, অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
শোনা যাচ্ছে, কথাবার্তা সবই চুড়ান্ত হয়েছে, শুধু সইসবুদ বাকি। অক্টোবর থেকেই নাকি শুটিংও শুরু।
Yuvaan: খুদে সেনসেশন ইউভানের আজ দু'বছরের জন্মদিন, মাঝরাতে 'মাম্মামের' আদুরে পোস্ট
সম্পূৰ্ণা তো বোনের ভূমিকায়। নীলের বিপরীতে থাকছেন তিয়াষা লেপচা। অর্থাৎ কৃষ্ণকলির জুটি ফের একবার।