মাত্র ৪৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় পরিচালক প্রযোজক অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী (sandip choudhury)। পরিচালকের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর দু'বোন চুমকি চৌধুরী (Chumki Chowdhury) এবং রিনা চৌধুরী (Rina Chowdhury)।
এক সংবাদ মাধ্যমকে অঞ্জন চৌধুরীর ছোট মেয়ে রিনা জানিয়েছেন, শুটিং ফ্লোরে হঠাৎ কী যে ঘটে গেল তিনি জানেন না। তাঁর কাছে গোটা বিষয়টা অন্ধকার। তাঁর কথায়, দাদা একদম নিজের যত্ন করতেন না। উনি একদম যত্ন পাননি। ডাক্তারের কাছে যেতে বললে বলতেন কাজের চাপে রয়েছেন।
অন্যদিকে, অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি চৌধুরী কান্নায় ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি। জানিয়েছেন, কথা বলার পরিস্থিতিতে নেই তিনি।
আরও পড়ুন- ৪৪-এই চিরঘুমে সন্দীপ চৌধুরী, অঞ্জন চৌধুরীর পুত্রের প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া
মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র পরিচালক সন্দীপ চৌধুরী। জানা গিয়েছে, আচমকাই 'ফেরারি মন' ধারাবাহিকের সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন সন্দীপ। তাঁকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। ১৭ ডিসেম্বর থেকে টানা নার্সিং হোমেই ভর্তি ছিলেন।