একজনের হাতে ক্যামেরা, অন্যজন অভিনেতা। বলছি সন্দীপ রায় এবং ইন্দ্রনীল সেনগুপ্ত-র কথা। একই দিনে জন্মদিন পর্দায় ফেলুদার স্রষ্টা এবং পর্দার ফেলুদার। তাই ছবির সেটে হল জোড়া সেলিব্রেশন।
৮ সেপ্টেম্বর ছিল সন্দীপ রায় এবং ইন্দ্রনীল সেনগুপ্তের জন্মদিন, ছবির সেটেই হল জন্মদিনের কেক কাটা, উদযাপন। ৭০ বছর পূর্ণ করলেন সন্দীপ রায়। তাঁর পরিচালিত 'হত্যাপুরী'তে দর্শক প্রথমবার ইন্দ্রনীলকে পেয়েছে প্রদোষ মিত্রের চরিত্রে। এবার আসছে দ্বিতীয় ছবি 'নয়ন রহস্য'।
Dev-Baghajatin teaser: 'আমি ভারতীয়, এটাই আমার পরিচয়', প্রকাশ্যে দেবের 'বাঘাযতীনের টিজার
সব ঠিক থাকলে এই শীতেই মুক্তি পেতে পারে ফেলুদার আরও একটি ছবি।