বড় পর্দায় চলতি বছরেই আসছে সন্দীপ রায়ের (Sandip Ray) ফেলুদা। সমস্ত ফেলুদাপ্রেমীর জন্য দারুণ সুখবরটা আগেই দিয়েছিলেন পরিচালক নিজে। জল্পনা ছিল 'ফেলুদা' (Feluda) চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে। অবশেষে সেই জল্পনারও অবসান হল। জানা যাচ্ছে, সন্দীপ রায়ের ছবিতে 'ফেলুদা' হতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)। সত্যজিত রায়ের (Satyajit Ray) লেখা গল্প ‘হত্যাপুরী’তে ফেলুদার সঙ্গে থাকবে তোপসে এবং লালমোহন গাঙ্গুলীও। আগামী মে মাসের শেষ থেকেই শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: দেরিতে স্কুলে এসে হাজিরা খাতা না পেয়ে আক্রান্ত প্রধান শিক্ষক, গ্রেফতার অভিযুক্ত সহশিক্ষক
পরিচালকের বহু দিনের ইচ্ছে ছিল ‘হত্যাপুরী’কে (Hatyapuri) বড় পর্দায় তুলে ধরার। ‘সন্দেশ’-এ এই গল্পটি প্রথম প্রকাশিত হয়। গল্পের প্রেক্ষাপট পুরী। প্রদোষচন্দ্র মিত্র তাঁর দুই সহকারী তোপসে এবং লালমোহন গঙ্গোপাধ্যায়কে নিয়ে ছুটি কাটাতে যান পুরীতে। সেখানে গিয়ে পুরীর সৈকতে এক অজ্ঞাত ব্যক্তির লাশকে কেন্দ্র করেই নয়া রহস্যের খোঁজ পায় 'ফেলু মিত্তির' (Feluda)। জড়িয়ে পড়েন তদন্তে। উন্মোচন হতে থাকে একের পর এক রোম খাড়া করা সত্য ঘটনা। সত্য সন্ধান যত এগোতে থাকে, মামলা তত রহস্যময় মোড় নেওয়া শুরু করবে। রহস্যের কুয়াশা সরিয়ে অপরাধীকে হাতেনাতে ধরতে পারবে কি ফেলুদা? কীভাবেই বা হবে রহস্যের উন্মোচন? এইসব নিয়েই এগোবে ছবির গল্প।
এর আগে বড় পর্দায় ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়। টোটা রায়চৌধুরীকেও ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার সুযোগ এল ইন্দ্রনীল সেনগুপ্ত'র (Indraneil Sengupta) কাছে।
অতীতে কিরীটি চরিত্রে অভিনয় করা ইন্দ্রনীল সেনগুপ্ত বাঙালির হৃদয়ের আরও কাছাকাছি 'ফেলুদা'র চরিত্র কতটা সুচারুভাবে ফুটিয়ে তুলতে পারেন বড় পর্দায়, তা দেখার আগ্রহ সকলের।