কলকাতার শীতকাল আর ফেলুদা যেন সমার্থক৷ এই বছরও তেমনই হওয়ার কথা ছিল৷ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদার নতুন ছবি 'নয়ন রহস্য'। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে।
গত অগস্ট মাসে ছবির শুটিং শুরু হয়েছিল। কিন্তু চেন্নাইতে আউটডোর শুটিং চলার সময় অসুস্থ হয়ে পড়েন স্বয়ং পরিচালক। গোটা ইউনিট ফিরে আসে কলকাতায়। থমকে যায় শুটিং। তার ফলেই বড়দিনে রিলিজ করা সম্ভব হয়নি ফেলুদার নতুন সিনেমা।
'হত্যাপুরী'র মতো এই ছবিতেও ফেলুদার ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসে এবং জটায়ুর চরিত্রে রয়েছেন যথাক্রমে আয়ুষ দাস এবং অভিজিৎ গুহ। কবে ছবিটি রিলিজ করবে তা এখনও নিশ্চিত নয়৷ ফলে শীতের কলকাতা মিস করবেই ফেলুদার অ্যাডভেঞ্চার।