ফেলুদা ছাড়া বাংলায় শীত ঠিক জমে না। দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর এবার তাহলে জমিয়ে শীত নামছে। নানা জল্পনা, অনিশ্চয়তার পর সন্দীপ রায়ের 'হত্যাপুরী'র শুটিং শুরু হল। ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে আয়ুষ দাস, লালমোহন বাবুর চরিত্রে অভিজিৎ গুহ।
শোনা গিয়েছিল ছবির কাস্টিং নিয়ে পরিচালকের সঙ্গে মতান্তর হওয়ায় হত্যাপুরীর প্রযোজনা থেকে সরে এসেছিল এসভিএফ। সন্দীপ রায়ের পরিচালনায় হত্যাপুরী আদৌ হবে কিনা, সেই প্রশ্নই ঘুরছিল টলিপাড়ায়। কিন্তু শেষমেশ শুটিং শুরু হল।
অন্যদিকে ফেলুদার গোয়েন্দাগিরি নিয়ে হইচইতে খুব শিগগর আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজ। ফেলুদার ভূমিকায় টোটা, তোপসে কল্পন এবং জটায়ু অনির্বাণ চক্রবরতী।