একটা সময় ফেলুদা (Feluda) আর শীত হাত ধরাধরি করে ঘুরে বেড়াত শহরের রাস্তায়, সন্দীপ রায়ের (Sandip Ray) হাত ধরে। সেই দিনগুলো ফিরছে আবার। ২০২২ এর শীতে ফেলুদা আসছে শহরে, সঙ্গে রহস্য। এসভিএফ এর প্রযোজনায় বড় পর্দায় আসছে সত্যজিৎ রায়ের রহস্য গল্প হত্যাপুরী (Hatyapuri)।
তবে পর্দার রহস্যের আগেই অন্য এক রহস্য। ফেলুদা কে? পরিচালক নিজে সে কথা খোলসা করেননি, প্রযোজনা সংস্থার তরফেও গোপন রাখা হয়েছে তা। তবে পর্দার ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattachatya) হত্যাপুরীর পোস্টার শেয়ার করার সাথে সাথেই ফেলুদাপ্রেমী বাঙালির মধ্যে এখন একটাই ফিসফাস, ব্যোমকেশই কি তবে এবার ফেলুদা?
ঋদ্ধি-ঊশষী! হইচইতে আসছে নতুন জুটি, মুক্তির অপেক্ষায় সুন্দরবনের বিদ্যাসাগর
সন্দীপ রায় পরিচালিত ফেলুদার ছবিতে এর আগে ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ফেলুদার ওয়েব সিরিজে নাম ভূমিকায় ছিলেন টোটা রায়চৌধুরি।