ওটিটি-তে ‘হত্যাপুরী’। এসভিএফ (SVF)-এর সঙ্গে মতবিরোধ, ফেলুদা (Sandip Ray's Feluda) থেকে এসভিএফ-এর সরে আসা...সবটাকে কেন্দ্র করে সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’ ছবি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সৌমিত্র, সব্যসাচী, আবির, টোটার পর নতুন 'ফেলুদা' ইন্দ্রনীল সেনগুপ্তকে পর্দায় নিয়ে এসেছিলেন সত্যজিৎপুত্র। বক্সঅফিসে রমরমিয়ে ব্যবসার পর এবার জি ফাইভেও দেখা যাবে এই ছবি।
Kaushik Ganguly-Ardhangini: প্রাক্তন-বর্তমানের দ্বন্দ্ব নিয়ে ছবি, আজই মুক্তি পাচ্ছে
ছবির কাস্টিং নিয়ে পরিচালকের সঙ্গে মতান্তর হওয়ায় হত্যাপুরীর প্রযোজনা থেকে সরে এসেছিল এসভিএফ। সন্দীপ রায়ের পরিচালনায় হত্যাপুরী আদৌ হবে কি না, সেই প্রশ্নই ঘুরছিল টলিপাড়ায়। অবশেষে ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং শ্যাডো ফিল্মস-এর যৌথ প্রযোজনায় তৈরী হয়েছিল ছবি। এবার ছবি স্বত্ব কিনল হত্যাপুরী।