বড়দিনের ছুটিতে বাঙালির ডেস্টিনেশন এবার পুরী। কারণ একটাই, ফেলুদা (Feluda) এবার রহস্য সন্ধানে পুরীতে (Puri)। মুক্তি পেল সন্দীপ রায়ের- (Sandip Ray) ছবি 'হত্যাপুরী' (Hatyapuri)র ট্রেলার। দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর এবার তাহলে জমিয়ে শীত নামছে বাংলায়। নানা জল্পনা, অনিশ্চয়তার পর ২৩ ডিসেম্বর সন্দীপ রায়ের 'হত্যাপুরী' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে আয়ুষ দাস, লালমোহন বাবুর চরিত্রে অভিজিৎ গুহ।
ছবির কাস্টিং নিয়ে পরিচালকের সঙ্গে মতান্তর হওয়ায় হত্যাপুরীর প্রযোজনা থেকে সরে এসেছিল এসভিএফ। সন্দীপ রায়ের পরিচালনায় হত্যাপুরী আদৌ হবে কিনা, সেই প্রশ্নই ঘুরছিল টলিপাড়ায়। অবশেষে ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং শ্যাডো ফিল্মস-এর যৌথ প্রযোজনায় জট খুলছে হত্যাপুরীর রহস্যের।
অন্যদিকে একই দিনে হইচইতে মুক্তি পাচ্ছে 'একেন বাবু'র সিরিজ। একেন বাবু এবার কলকাতায়। তাহলে এই শীতে বাঙালির আইকন কে, ফেলু মিত্তির, না একেন বাবু? সপ্তাহ তিনেকের অপেক্ষার পরই মিলবে উত্তর।