শোনা গিয়েছিল ব্যোমকেশের পর ফেলুদা হওয়ার ইচ্ছে অভিনেতা দেবের, সে ইচ্ছের কথা জানিয়েছেন সন্দীপ রায়কেও (Sandip Ray)। কিন্তু দেবের স্বপ্ন এখনই সত্যি হচ্ছে না। কারণ হত্যাপুরী (Hatyapuri)-র পর আসছে ফেলুদার নতুন সিনেমা 'নয়ন রহস্য' (Nayan Rahasya), তাতেও ফেলুদার ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীলকেই।
সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গিয়েছে সন্দীপ রায়ের পরবর্তী ছবির। এবং ট্রেন্ড মেনে, 'নয়ন রহস্য'-এর রিলিজও খুব সম্ভবত বড়দিনেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, ইন্দ্রনীল এবং অভিজিৎ গুহকে ছবির চিত্রনাট্য পড়ে শোনাচ্ছেন পরিচালক। তবে ছবিতে তোপসেকে দেখা না যাওয়ায় তার চরিত্রে আয়ুষই থাকছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।