ভোট যুদ্ধের উত্তাপ বেশ চড়া। তার মধ্যেই টলিউডের হাওয়া গরম করতে মে মাসে রিলিজ করতে চলেছে ফেলুদার নতুন ছবি। পরিচালনায় সন্দীপ রায়।
সত্যজিৎ রায়ের কালজয়ী ফেলুদা-গল্প ‘নয়ন রহস্য’ নিয়ে ছবি করেছেন সন্দীপ। রিলিজের সম্ভাব্য তারিখ ১০ই মে। অর্থাৎ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের একদম মাঝপর্যায়ে।
ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এর আগে ২০২২ সালে সন্দীপ রায় তৈরি করেছিলেন ‘হত্যাপুরী’। সেই ছবিতেই নতুন ফেলুদা হিসাবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীো। তোপসের চরিত্রে ছিলেন আয়ুষ দাস, লালমোহনবাবুর ভূমিকায় অভিজিৎ রায়। নতুন ছবিতেও থাকছেন তাঁরা।
শিবপ্রসাদ-নন্দিতা জুটির আগামী ছবি ‘আমার বস' রিলিজ করবে মে মাসেই। সেখানে কাজ করেছেন খোদ রাখী গুলজার। ফলে ফেলুদার নতুন ছবির সঙ্গে বক্স অফিসে টক্কর চলবে শিবু নন্দিতারও।