বিয়ে হয়েছে ২ মাস কেটে গিয়েছে, কিন্তু বিয়ের একেবারে পরপরই হানিমুনে যাওয়ার ফুরসৎ পাননি সন্দীপ্তা সেন (Sandipta Sen) এবং সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। অবশেষে বসন্ত আসতেই, হানিমুনে উড়েছেন জুটিতে। গন্তব্য বিদেশ, ইউরোপ।
কখনও প্যারিসের আইফেল টাওয়ারের নিচে, তো কখনও ইতালির রেস্তোরায় খানাপিনা, এভাবেই দিন কাটাচ্ছেন সন্দীপ্তা- সৌম্য। তবে পরিবেশ, নানা দৃশ্যের ছবি শেয়ার করলেও কর্তা-গিন্নি নিজেদের ছবি এখনও শেয়ার করেননি। তাঁদের একঝলক দেখতেও অপেক্ষায় দর্শকেরা।
Deepika-Ritabhari: ঋতাভরীকে একব্যাগ উপহার পাঠালেন দীপিকা, কোনও বিশেষ কারণ?
উল্লেখ্য, হানিমুনে আসার আগে অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায় পরিচালিত ছবি 'আপিস' এ অভিনয় করলেন সন্দীপ্তা। ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দরা। বাণী বসুর গল্প নিয়ে ছবি।