আজ অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ে। পাত্র অভিনেতা নন, কিন্তু বিনোদন জগতে তাঁর অবাধ যাতায়াত। এর আগে ঘটা করে বাগদান পর্ব সেরেছেন দুজন। আজ সন্ধেয় বসবে বিয়ের আসর। ছক ভাঙা এই বিয়ের কিন্তু অনেকটাই অন্যরকম। সন্দীপ্তার সিঁদুরদান হবে না। কন্যা সম্প্রদান, কনকাঞ্জলি এসব কিছুই হবে না। কেন, জানেন?
সন্দীপ্তা সৌম্যর বিয়ে হবে বৈদিক মতে। পৌরহিত্য করবেন শহরের খ্যাত্নামা মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। তাঁদের বিয়ের রীতিতে এসব হয় না। সিঁদুর দান, কন্যাদান, কনকাঞ্জলি, এসব মেয়েদের জন্য অসম্মানজনক, বৈদিক মতে তেমনই বিশ্বাস।
দু'বছরের প্রণয়ের পর বিয়ে করছেন সন্দীপ্তা-সৌম্য। এর আগে দাদাগিরিতেও হবু কনে জানিয়েছিলেন, বিয়ের পর কেউ কাউকে নিয়ন্ত্রণ করবেন না তাঁরা। বিয়ের আগে এবং পরে নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাসী তাঁরা দুজনেই।