২০০৮ সাল । টেলিভিশন জগতে এন্ট্রি নিল একটি নতুন মুখ । টানা টানা চোখ...ঠিক যেন দেবী দুর্গা । ধারাবাহিকের নামও 'দুর্গা' । কাট ২, ২০২৪। এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। হাত ভরা কাজ তাঁর। হইচইয়ের একের পর এক সিরিজে মুখ্য মুখ সে। তবে সন্দীপ্তার অভিনয়ের পাশাপাশি, তাঁর নাচও নেটিজেনদের বেজায় পছন্দের।
Loksabha 2024: প্রখর গ্রীষ্ম, ভোট উত্তাপেও বঙ্গের টেম্পারেচার হাই! রোদ মাথায় নিয়েই প্রচারে প্রার্থীরা
ছোট থেকেই নাচ শিখে আসছেন তিনি। সময় সুযোগ পেলেই, অনুরাগীদের মন রাখেন সন্দীপ্তা। এই পয়লা বৈশাখে মিষ্টি টিয়া রঙা শাড়িতে সেজেছিলেন সন্দীপ্তা। ফুলে মুড়েছিলেন বেণী। তার মাঝেই বোধহয় একটু সময় পেয়েছিলেন তিনি। ওই সাজেই 'লুটেরা' ছবির জনপ্রিয় গান 'সওয়ার লু' তে নেচেছেন সন্দীপ্তা। বসে বসে কেবল এক্সপ্রেশনেই ঘায়েল করেছেন তিনি। তাঁর নাচ দেখে চোখ জুড়িয়েছে নেটিজেনদের।