সন্দীপ্তা সৌম্যর বিয়েই আজ টক অফ দ্য টাউন। বাগদান আগেই হয়েছে, আজ সকালে গায়ে হলুদ হয়েছে। বিয়ের আসর বসছে সন্ধেবেলা। বৈদিক মতে চারহাত এক হবে। বর কনের বিয়ে দেবেন শহরের খ্যাতনামা মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তাঁর সঙ্গীরা। বৈদিক মতের বিয়েতে কন্যাদান, কনকাঞ্জলি এসব প্রথা নেই। কারণ, এই মতে বিশ্বাস, বিয়ের আগে এবং পরে সমাজে নারী-পুরুষের অধিকার সমান।
নারীবাদী চিন্তা কি প্রথম থেকেই ছিল কনের। তারই কি প্রতিফলন বিয়ের সিদ্ধান্তে? বাংলা ধারাবাহিকে এখনও চিরাচরিত অনেক রীতি রেওয়াজ দেখানোর চল, যা নারীদের পক্ষে অসম্মানজনক। কিন্তু, খেয়াল করলেই দেখা যাবে, হবু কনে আজকাল এমন সিরিজই বেছে নেন, যে চরিত্র প্রতিবাদী, নারীদের অধিকার রক্ষার কথা বলে, যে চরিত্র অন্যায় দেখলেই রুখে দাঁড়ায়।
নষ্টনীড়ে এক ছাপোষা গৃহবধূর কথাই বলা হয়েছে শুরুতে, পরে অন্য মোড় আসে। বোধন-এ অনেক সরাসরি রাকা সেন অন্যায়ের প্রতিবাদ করে। খুব শিগিগির হইচইতে আসছে 'বোধন'২' সেখানেও সন্দীপ্তার চরিত্রটি নারীবাদী। নিজের ভাবনা এবং কাজ, দুইয়েতে সামঞ্জস্য রাখেন অভিনেত্রী।