আজ টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ে। বাগদান, আইবুড়োভাতপর্ব সাড়া হয়েছে আগেই। সকালে গায়ে হলুদ পর্বও হওয়ার কথা। সন্দীপ্তা সৌম্যর বিয়ে নিয়ে বাংলা বিনোদন দুনিয়ায় রীতিমতো আলোচনা চলছে। কনের সাজ নিয়েও এক্সটাইটমেন্টের শেষ নেই। শোনা গিয়েছে, বিয়েতে আসা অতিথিদের গোলাপি পোশাক পরতে বারণ করেছেন কনে স্বয়ং। কিন্তু এমন আজব ফরমান জারির কারণ?
'ডি' ডে তে বিয়ের পিঁড়িতে বসার সময় কনের পরনেই নাকি থাকবে ফুশিয়া পিঙ্ক রঙের বেনারসী। পাত্রের পরনে থাকবে প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি। বর কনের পোশাকের রং যেন অভিনব হয়, সবার সঙ্গে মিশে না যায়, তাই অতিথিদের ওই একই রং এড়িয়ে যেতে বলা হয়েছে।
বৈদিক মতে সৌম্য-সন্দীপ্তার চারহাত এক হবে। শহরের নামি মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তাঁর সঙ্গীরা এই বিয়েতে পৌরহিত্য করবেন।