মলদ্বীপ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল সোশ্য়াল মিডিয়ায় । দেশজুড়ে এখন একটাই ট্রেন্ড, 'বয়কট মলদ্বীপ'। এই মুহূর্তে লাক্ষাদ্বীপের সৌন্দর্য্যকে তুলে ধরতে ব্যস্ত সকলে । প্রধানমন্ত্রীকে অপমানের বিরুদ্ধে সরব হয়েছেন বলি তারকারা । বাদ যাচ্ছে না টলিউডও । সম্প্রতি, লাক্ষাদ্বীপের ছবি শেয়ার করে তিনিও প্রশ্ন তুললেন, মলদ্বীপের মতো কেন, লাক্ষাদ্বীপ এত জনপ্রিয়তা নয়, অথচ প্রাকৃতিক সৌন্দর্য্যে মলদ্বীপকে সহজেই টেক্কা দেবে ভারতের এই সমুদ্র সৈকত । লাক্ষাদ্বীপের ছবি শেয়ার করেছেন রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ও ।
২০১৮ সালে লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়েছিলেন সন্দীপ্তা । ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন তিনি । যেখানে দেখা গিয়েছে রঙিন পোশাকে লাক্ষাদ্বীপের সৈকতে একান্তে সময় কাটাচ্ছেন সন্দীপ্তা । ক্যাপশনে সন্দীপ্তা লেখেন, "২০১৮ সালে লাক্ষাদ্বীপ দ্বীপ গিয়েছিলাম। তখন থেকে আমি ভাবছি কেন মালদ্বীপ এবং অন্যান্যদের তুলনায় লাক্ষাদ্বীপ জনপ্রিয় নয়। এখন ইন্টারনেটে যা চলছে তার সঙ্গে, আশা করি সবাই লক্ষ্য করতে শুরু করবে আমাদের দেশের দ্বীপগুলি কত সুন্দর এবং ভারত সত্যিই কত সুন্দর!"
রাহুলও ঘুরে এসেছেন লাক্ষাদ্বীপ । ছবি শেয়ার করে লেখেন, '”হুঁ হুঁ বাওয়া ,ইয়ার্কি নয় আমার সাথে.লাক্ষাদ্বীপ আমি আগেই ঘুরে নিয়েছি।" উল্লেখ্য, মোদীকে অপমানের প্রতিবাদে সরব বলি তারকারা । লাক্ষাদ্বীপ ঘুরে আসার অনুরোধ করেছেন অক্ষয় কুমার, শ্রদ্ধা কাপুর, জন আব্রাহাম, বীরেন্দ্র সেহওয়াগ, মাধবন, ধোনি, সচিন, অমিতাভ বচ্চনরা ।