আজ বসুন্ধরা দিবস। গ্লোবাল ওয়ার্মিং-এ পুড়ছে পৃথিবী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, জলের হাহাকার, বৃষ্টির অভাব এমন নানা রোগে আক্রান্ত শস্য-শ্যামলা বসুন্ধরা। আর্থ ডে-তে পৃথিবী বাঁচানোর ডাক দিলেন সন্দীপ্তা সেন।
ফুলেল শয্যায় শুয়ে, লাল টুকটুকে জারবেরা হাতে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সকলে হাতে হাত মিলিয়ে কাজ করলে একটি সুরক্ষিত পৃথিবী উপহার পাওয়া সম্ভব।
Mamata Banerjee : 'রায় বেআইনি, শীর্ষ আদালতে যাব', মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
ছবিতে ফুল জুড়ে অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, সকলে হাতে হাত মিলিয়ে চললেই এই পৃথিবী ফুলের মতো সুন্দর হবে। সন্দীপ্তার এই ফুলেল ছবি বেজায় মনে ধরেছে নেটিজেনদের।