সেলেব্রিটির বিয়ে বলে কথা। সারা শহরজুড়ে হইচই। বিয়ের আগে আইবুড়ো ভাত খেলেন হবু কনে সন্দীপ্তা সেন। হবু বর সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে ঘটা করে এনগেজমেন্ট হয়েছে আগের সপ্তাহে। তবে আইবুড়োভাতের অনুষ্ঠান হয়েছে খুব ঘরোয়া অথচ আন্তরিক ভাবে।
সন্দীপ্তাদের গোটা বাড়িটাই সেজেছে গাদা ফুলে। খাবার টেবিলে কনের থালাও গাদা ফুলের মালা দিয়ে সাজানো। হবু কনে পড়েছেন হলদে পাড়ের রানি গাঢ় গোলাপি শাড়ি, সংগে হলদের স্লিভিলেস ব্লাউজ।
Sandipta Sen: পড়াশোনায় কেমন ছিলেন সন্দীপ্তা? অভিনয়ের পাশে অন্য পেশাও রয়েছে অভিনেত্রীর?
বাড়ির গুরুজনদের আশির্বাদ নিয়ে আইবুড়োভাত খেলেন পর্দার দুর্গা। ঘোমটা পরে বিয়ের আগেই বউ সাজলেন।
ঘরোয়া অনুষ্ঠানের ভিডিয়ো ইন্সটাগ্রামে পোস্ট করেছন সন্দীপ্তার বন্ধু অভিনেত্রী ত্বরিতা। ত্বরিতা নিজেও দিন কয়েক আগে নিজেদের বাড়ির ছাদে আইবুড়োভাতের আয়োজন করেছিলেন।