অস্কারে যেতে চলেছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ('Gangubai Kathiawadi')। ২০২২ সালের ব্রিটিশ অ্যাকাডেমি (BAFTA))পুরস্কারের জন্য সমস্ত বিভাগে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, এবার ছবিটিকে অস্কারের মঞ্চে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলিয়া ভাট (Alia Bhat) অভিনীত সঞ্জয় লীলা বানসালির পরিচালিত এই ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ২০০ কোটি টাকার উপর ব্যবসা করেছে। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এই ছবি। এবার নির্মাতারা ৯৫ তম একাডেমি পুরস্কারের জন্য গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটির মনোনয়ন জমা দিতে চলেছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেত্রী-সহ বিভিন্ন বিভাগে।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটি মুম্বাইয়ের এক দেহ ব্যবসায়ীর জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তিনি পরবর্তী সময়ে একজন সমাজকর্মী হয়ে উঠেছিলেন। ছবিটি মুক্তির পরেই গোটা বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছে।