দেখতে দেখতে ৯ মাস কেটে গিয়েছে অভিষেক চট্টোপাধ্যায় নেই৷ কিন্তু তাঁর স্ত্রী সংযুক্তা আর মেয়ে ডলির কথায় তাঁদের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন অভিষেক। এর ফলে স্বামীকে আরও বেশি করে অনুভব করতে পারছেন তারা। আজকালকে দেওয়া সাক্ষাৎকারে সংযুক্তা জানান, '‘ন'মাস অভিকে ছাড়া দিন কাটছে। ন'মাসে সংসারের সব কিছু বুঝে নিয়েছি। চিনে গিয়েছি, শিখে নিয়েছি। অভি পাশে না থাকলে কখনওই পারতাম না। স্থির বিশ্বাস জন্মেছে, প্রিয়জনেরা কখনও ছেড়ে যেতে পারেন না। তাঁরা ছেড়ে যানও না। শুধু চোখে দেখা যায় না। মন দিয়ে ডাকলে চেতনায় স্পর্শ পাওয়া যায়!’’
West Bengal Weather Update: মরশুমের শীতলতম দিন, রেকর্ড পারদ পতন তিলোত্তমায়
মেয়ে ডলকে নিয়েই সময় কাটছে সংযুক্তার। পুজোর সময় কেরল, এবং তারপর মেয়ের সঙ্গে দুবাই ঘুরে এলেন সংযুক্তা৷ যার জেরে অনেকটা হালকা হতে পেরেছেন দুজনেই৷ সংযুক্তার কথায় 'দরকারে অদরকারে সর্বক্ষণ পাশে আছে, ঠিক আগে যেমন ছিল। '