তাঁদের নিয়ে জল্পনা ছিলই। এবারে, সেই জল্পনার আগুনেই ঘি ঢাললেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ও ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। তাঁরা একে অপরকে ডেট করছেন, এমন গুঞ্জনে সরগরম নেটদুনিয়া। এবার সাম্প্রতিক দুটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ওই দুটি ভিডিয়োর একটিতে দেখা যাচ্ছে, সারা ও শুভমন একসঙ্গে হোটেল ছাড়ছেন। অপরটিতে, দুজনে উড়ান ছাড়ার অপেক্ষায় রয়েছেন।
দ্বিতীয় ভিডিয়োটিতে কয়েকজন ভক্তের সঙ্গে সেলফি নিতেও দেখা যায় সারা আলি খানকে। তিনি সেই সেলফিগুলি নিয়ে নিজের আসনের দিকে চলে যান। তারপর যাঁর পাশে গিয়ে বসেন, তাঁর সঙ্গে একজন ক্রিকেটারের খুব মিল রয়েছে বলে দাবি নেটিজেনদের। ওই ক্রিকেটারই কি শুভমন গিল? জল্পনা ক্রমে বাড়ছে!
গত অগস্ট মাসে মুম্বইয়ের বাস্তিয়ান রেস্তোরাঁতে সারা আলি খান ও শুভমন গিলকে একসঙ্গে দেখে ফেলেন এক ভক্ত। তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে বলি-দুনিয়ায় গুঞ্জন।
উল্লেখ্য, ২০২১ সালে আনন্দ এল রাইয়ের 'অতরঙ্গি রে'-তে অভিনয়ের পর সারা আলি খান আপাতত 'গ্যাসলাইট' এর শুট নিয়ে ব্যস্ত। ছবিটিতে তাঁর বিপরীতে রয়েছেন বিক্রান্ত ম্যাসি। ভিকি কৌশলের সঙ্গেও একটি ছবি রয়েছে তাঁর হাতে।