সারা আলি খান । বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী । তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের । তাঁর স্টাইল স্টেটমেন্ট নজরকাড়া । সম্প্রতি, ল্যাকমি ফ্যাশন উইকে ব়্যাম্পে ঝড় তুলেছিলেন সারা । এবার সোশ্যাল মিডিয়ায় নীল ঝড় তুললেন সারা । 'এ ওয়াতান মেরে ওয়াতান' সিনেমা মুক্তির আগে ওয়েস্টার্ন ও ট্র্যাডিশনাল দুই লুকেই নজর কাড়লেন সইফ কন্যা ।
সারা সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক ফটোশুটের ছবি শেয়ার করেছেন । ড্রেস থেকে জুতো কিংবা চুলের ফিতে সবেতেই নীলের ছোঁয়া । কোনও ছবিতে সারাকে দেখা গেল স্কাই ব্লু ড্রেসে । ঝড়ে পড়েছে গ্ল্যামার । আবার ব্লু শেডের শাড়িতেও মোহময়ী তাঁর লুক । নায়িকার দিক থেকে চোখ সরাতে পারবেন না আপনিও । কখনও তাঁকে দেখা গেল বই হাতে, আবার কখনও হাতে কফির কাপ নিয়ে ঝড় তুললেন অভিনেত্রী । সেইসঙ্গে ক্যাপশনে লিখলেন ম্যাজিকাল কিছু লাইন ।
‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' ছবিতে স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করবেন সারা আলি খান । ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে এই ছবি। ছবিটি ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে তৈরি। গল্প লিখেছেন দারাব ফারুকি এবং কান্নন আইয়ার।